ডিপি ডেস্ক :
মানিকগঞ্জে সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্ত গ্রামে এ ঘটনা ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী।
নিহত স্বপ্না আক্তার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে স্বপ্না রান্নার জন্য মাচা থেকে শুকনো লাকড়ি আনতে যান। এ সময় একটি বিষধর সাপ কামড় দিলে স্বপ্না চিৎকার দেয়। তার আর্তনাদ শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তার পায়ে দড়ি বেঁধে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বরাইদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই স্বপ্নার মৃত্যু হয়। বর্ষা মৌসুমের কারণে সাপের উপদ্রব বেড়েছে। সবাইকে সাবধানে থাকতে হবে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, আমাদের হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। দ্রুত সাপে কাটা রোগীদের হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া সম্ভব।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.