Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :

 

গোপালগঞ্জে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, চলমান কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

 

তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার (১৬  জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

Exit mobile version