খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
শনিবার (১৯ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার বিধান রায়ের মেয়ের বিয়ে। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত বিয়েতে আসা আত্মীয়স্বজনসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায়।
বিধান রায় জানান, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের থেকে প্রায় পৌনে দুই ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আত্মীয়দের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। ঘটনাটি আমরা তদন্ত করছি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.