Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

 ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। লাল-সবুজের দলের এবারের প্রতিপক্ষ পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ম্যাচটি। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকদের অধিনায়ক লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে থাকবেন পারভেজ ইমন। এছাড়া ব্যাটংয়ে আরও থাকছেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী। 

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। 
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

Exit mobile version