Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিমান বিধ্বস্তের ঘটনায় বাজুসের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক :

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, বিপুলসংখ্যক আহত ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। 

আজ সোমবার রাতে বাজুস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এই ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বাজুস।

Exit mobile version