Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক :

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এর আগে আজ মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এই ঘোষণা দেন।

দুই দিনের স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

এই ঘটনায় মঙ্গলবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। তবে শোকের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে প্রথমে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এইচএসসি ও সমমানের পর মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এদিকে ছয় দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে শিক্ষা ও আইন উপদেষ্টা সেখানে গেলে তারা তোপের মুখে পড়েন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, তাদের ছয় দফার প্রত্যেকটি যৌক্তিক। 

Exit mobile version