ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে। এতে এক নারী ট্রেনে কাটা পড়ে এবং এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী আমচি (৫৫) একজন প্রতিবন্ধী ছিলেন।
তিনি কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা।
অপর নিহত ব্যক্তি রুহুল আমিন (৪০) কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে স্টেশনের বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রুহুল আমিন মোটরসাইকেল করে কালীগঞ্জের দিকে আসছিলেন। ঈশ্বরবা-কাশিপুর সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন গাড়িকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উভয়ের মৃতদেহ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.