Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে বোন খুন

যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত নারীর নাম শারমিন আক্তার (৩৫)। তিনি উপজেলার কোতোয়ালি থানা এলাকার সুজলপুর গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা (৪৫) ক্ষিপ্ত হয়ে ছোট বোন শারমিনের স্বামী শিমুল হোসেনকে হাঁসুয়া দিয়ে আঘাত করতে যায়। এ সময় শারমিন বাধা দিলে গেলে তার গায়ে হাঁসুয়ার আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শুভ হাওলাদার জানান, শারমিনে ঘাড়ের বাঁ-পাশে ছুরিকাঘাত করা হয়েছে।
অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত খোকন‌ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।এ ছাড়া ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

Exit mobile version