Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ জন

ডিপি ডেস্ক :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে পুলিশের উপ-পরিদর্শক রাম প্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) ও একই ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে মো. রাশেদুল ইসলাম (৪০)।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব। এর আগে বুধবার দিবাগত রাতে আসামিদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন ডাকাত দলের ওই দুই সদস্য।  
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রমেশ চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রমেশ চন্দ্র সরকারের ছেলে রাম প্রসাদ সরকার বর্তমানে পুলিশের উপ-পরিদর্শক হিসাবে দায়িত্ব পাল করছেন। ডাকাতির ঘটনায় গত ২৭ জুন শুক্রবার রমেশ চন্দ্র সরকার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ, মকদুল মিয়া ওরফে মাহিম ও রাশেদুল ইসলাম নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। উভয়কেই আদালতে প্রেরণ করা হয়েছে।  

Exit mobile version