Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৪ বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি বর্ষণের কারণে পাহাড়ি জেলাগুলো—বিশেষ করে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারে ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অতিবর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় দেশের চারটি সমুদ্রবন্দর: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Exit mobile version