
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে ২ টাকার হোটেল–এখানে মাত্র ২ টাকা দিয়ে পেট ভরে খেতে পারবেন—এমন একটি ব্যানার ঝুলানো রয়েছে রাজবাড়ী রেলস্টেশনের পাশে ফুলতলায়। সেখানে নিম্নআয়ের, অসহায় মানুষরা টেবিল-চেয়ারে বসে দাওয়াতি পরিবেশে গরম ভাত, ডাল এবং ইলিশ মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে খাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় রাজবাড়ী শহরের ফুলতলায় এ ব্যতিক্রমী আয়োজন করেন কয়েকজন তরুণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেকোরেটর থেকে আনা টেবিল-চেয়ারে অতিথিরা বসে আছেন। তাদের সামনে ওয়ান-টাইম প্লেট ও গ্লাস। এক তরুণ স্বেচ্ছাসেবক পরম যত্নে অতিথিদের পাতে গরম ভাত তুলে দিচ্ছেন।
আরেকজন পরিবেশন করছেন আলু ও বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল। খাওয়ার শেষে পরিবেশন করা হয় ঘন ডাল এবং কোল্ড ড্রিংকস।
এ আয়োজনে রেলস্টেশনে থাকা ছিন্নমূল, প্রতিবন্ধী, রিকশাচালক, ভিক্ষুক, দিনমজুরসহ নানা শ্রেণির হতদরিদ্র মানুষ অংশ নেন।
আয়োজকদের একজন মাহিন শিকদার জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ এই ২ টাকার হোটেল চালু করেছি।যদিও নাম ২ টাকার হোটেল, তবে এখানে সবাই বিনামূল্যে খেতে পারবেন।
আরেক জন মনিরুল হক সাগর বলেন, আজ আমরা ৫০ জন মানুষের জন্য ভাত, ইলিশ মাছ ও ডালের ব্যবস্থা করেছি। আমার মা নিজ হাতে এসব খাবার রান্না করেছেন।সপ্তাহে দুই দিন আমরা এই আয়োজন চালিয়ে যাব।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.