Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৫২ জন

অনলাইন ডেস্ক :

 

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৫২ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত রয়েছে এক হাজার ৮৯ জন।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করছেন।

 

দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭৫২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট এক হাজার ৮৯ ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৬৬৩ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, কার্তুজ, গুলি ও ককটেলসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।

Exit mobile version