

কুষ্টিয়া প্রতিনিধি : মরহুম সাগর মুন্সী স্বরনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের চর খাদিমপুরের মুন্সিপাড়া এলাকার পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মুন্সীপাড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উক্ত নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন।
আয়োজক কমিটির সভাপতি রেজাউল মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক আনসার আলী, বহলবাড়ী ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু প্রমূখ। নৌকা বাইচ খেলায় মোট ১০টি নৌকা অংশগ্রহন করেন এবং তালবাড়ীয়ার হান্নান চেয়ারম্যানের লালন শাহ এক্সপ্রেস নামের নৌকাটি বিজয়ী হয়। ঐতিয্যবাহী এই নৌকা বাইচ খেলা দেখতে পদ্মা নদীর দুই পাড়ে ভীড় জমায় কয়েক হাজার মানুষ ।