কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় এক আসামিকে ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে এক ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার ২৬ জুলাই দুপুরের দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে। আহত এসআই ইসরাফিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন-হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে আটকে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে এমন সময় হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় ডিবি পুলিশ বাবা-ছেলেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী জানান,ওই পুলিশ সদস্যের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের (ওসি) মুরাদ হোসেন জানান, একটি মামলার সন্দেহভাজন আসামিকে ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.