কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে একগুচ্ছ অভিযোগ চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানতে কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত জেলা বিএনপির অভিযোগ বক্সে গত ১ সপ্তাহে অন্তত ৪টি অভিযোগ জমা পড়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে বক্সটি খুলে অভিযোগগুলো পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অভিযোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল - কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়, লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম ও দুর্নীতি এবং প্রতারণার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন, জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে আবেদন, এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ।
কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্স খুলে চিঠি পড়ার সময় প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিমসহ গণমাধ্যমকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন।
অভিযোগের বক্সে চিঠি পাঠ শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মানুষ অভিযোগ জানাতে শুরু করেছেন। আমরা দ্রুতই অভিযোগগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। প্রাপ্ত অভিযোগের বিষয়ে আমরা কী ব্যবস্থা নিচ্ছি, সেটি গণমাধ্যমকর্মীদের অবহিত করা হবে। তাছাড়া যেগুলো আইনি বিষয়, সেগুলো আদালত কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
এর আগে গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে কুষ্টিয়া জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এই বক্স স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তারা জানান, কুষ্টিয়া শহরের আরও কয়েকটি স্থানে এমন অভিযোগ বাক্স বসানোর পরিকল্পনা রয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.