ডিপি ডেস্ক :
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেহেরপুর যাদুবপুর রোর্ডের নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেকারিটি দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল এমন কিছু খাদ্যপণ্য, যেগুলোর মান নিয়ন্ত্রণের অভাব ছিল।
অনেক পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর একটি টিম, নিরাপদ খাদ্য অধিদপ্তর, কাজার কমিটি প্রতিনিধি ও বিভিন্ন সাংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.