দৌলতপুরে বাল্যবিবাহ চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের ২ জনের জরিমানা

নিজস্ব প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরসহ ২ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ানের কালিদাসপুর এ ঘটনা ঘটে। বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগার আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। কালিদাসপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রদেশ কুমার দাস ও এলাকাবাসী জানায়, শুক্রবার উপজেলার আড়িয়া ইউনিয়ানের কালিদাসপুর গ্রামের মো: জাসদ আলীর নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে মোছা: শাপলা খাতুনের বিয়ের আয়োজন করে।

বর একই ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের মো: কামাল হোসেনের ছেলে মো: এরষাদ হোসেন। চলছিলো বিয়ের আনুষ্ঠানিকতা, এ সময় সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগার আলী তাৎক্ষণিক বিয়ে বাড়ি থেকে কনের বাবা ও বরসহ উভয় পক্ষের ২ জনকে আটক করে পুলিশ। পরে কনের বাবা জাসদ আলীকে ১০ হাজার টাকা ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগার আলী সাংবাদিকদের জানান, বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির জন্যই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আগামীতে এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *