Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীর পাংশায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু, আহত ২ জন

ডিপি ডেস্ক :

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (২ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলে পাট ধোয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের নাজিমউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং মৃত আরিফ মোল্লা তামিম মোল্লা (১৫)। আহত হয়েছে হাফিজুলের ছেলে সৌরভ এবং নাজিম মোল্লার ছেলে আজিম মোল্লা।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন উভয়কে মৃত ঘোষণা করেন।

আহতরা জানান, পাট ধোয়ার সময় মাঠে অবস্থান করায় বজ্রপাতের শিকার হন তারা। হঠাৎ প্রবল বজ্রসহ বৃষ্টিপাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Exit mobile version