Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ডিপি ডেস্ক :

 

হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বিকেলে উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন এলাকাবাসী। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ইউপি মেম্বার তাহির মিয়া ও সাবেক মেম্বার চান মিয়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন।

 

সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বর্তমান ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

 

ওসি আরও বলেন, অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version