অনলাইন ডেস্ক :
জরুরি চিকিৎসা ব্যতীত, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রদানের কার্যক্রম প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এরই মধ্যে ভারত ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশ-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, নতুন সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা পূর্বে ছিল ৮২৪ টাকা।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে। নতুন ফি ৮ আগস্ট থেকে কার্যকর হবে।
২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করল ভারত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না।
ওয়েবসাইট অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু রয়েছে। এছাড়া, বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস থেকে পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.