ডিপি ডেস্ক :
পাবনায় দিনদুপুরে এক যুবককে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে মধ্য শহরের চারতলা মোড়ে এ ঘটনা ঘটে। অপহরণের পর ওই যুবকের কাছ থেকে প্রথমে নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিকাশ ও ব্যাংকের এটিএম কার্ড থেকে মোট ৭০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে আদায় করে তারা।
এ ঘটনার পর পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবক।ভুক্তভোগী যুবকের নাম সোলায়মান হোসেন শুভ। তিনি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।
মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়িক কেনাকাটা সংক্রান্ত কাজে শহরের টাউন হল থেকে পাবনা সেবা হাসপাতাল হয়ে চারতলা মোড়ের হার্ডওয়্যারের দোকানের উদ্দেশে রওনা হন সোলায়মান। চারতলা মোড়ে পৌঁছালে ৩-৪ জন যুবক তার দৃষ্টি আকর্ষণ করে। এরপর ফিরে তাকাতেই রাস্তার পাশ থেকে চাকু ঠেকিয়ে তাকে অপহরণ করে পরিত্যক্ত চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে যায়। এরপর মারধর করে তার কাছে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়।মানিব্যাগে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও তার বিকাশে থাকা ২১৫ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে লোহার হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে মারধর করে বন্ধুর কাছ থেকে বিকাশে ৫ হাজার টাকা নিতে বাধ্য করে। এর কিছুক্ষণ পর তাকে আবারও ১০ হাজার টাকা বিকাশে আনতে বলে, টাকা পাঠাতে দেরি হওয়ায় তাকে ফের মারধর করে। এ সময় ওই দলে আরো কয়েকজন যুক্ত হয়ে মারধর করে। পরে মানিব্যাগে থাকা ব্যাংকের এটিএম কার্ডের পিন কোড বলতে রাজি না হলে সোলায়মানের গলায় চাকু ও মাথায় পিস্তল ঠেকিয়ে কোড বলতে বাধ্য করে।এরপর কার্ড থেকে চার দফায় দুর্বৃত্তরা ৬০ হাজার টাকা তুলে নেয়। পরে তার দেহের পোশাক খুলে ওই এলাকায় অশ্লীল কাজে এসেছিলেন মর্মে একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করে এবং সেটি ভিডিও করে দুর্বৃত্তরা। পরে কোথাও অভিযোগ দিলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বিকেল পৌনে ৪টার দিকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ভুক্তভোগীর বন্ধু রেজা বলেন, দুপুরে হঠাৎ ফোন দিয়ে টাকা চায় সোলায়মান। ফোনে দ্রুত টাকা পাঠাতে বাধ্য করতে তাকে মারধর ও গালাগাল করতে শোনা যায়। এ সময় দ্রুত ৫ হাজার টাকা পাঠালে আবার আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে কি ঘটনা ঘটেছে জানি না। পরে থানা পুলিশকে জানালে তারা লোকেশন ট্র্যাক করে সোলায়মানকে উদ্ধার চেষ্টা করে। তবে উদ্ধারের আগেই সব কিছু নিয়ে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সোলায়মান বলেন, দফায় দফায় মারধর ও টাকা নেওয়ার পর আমাকে বিবস্ত্র করে ভিডিও করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আতঙ্কে আছি। আমি এর বিচার চাই।নামপ্রকাশে অনিচ্ছুক চারতলা মোড়ের এক বাসিন্দা জানান, এই এলাকায় এ ধরনের ঘটনা ইদানীং বেড়েছে। কয়েকদিন আগেও আরেকটি ছেলেকে ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে তুলে নিয়ে তার থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে। দিনদুপুরে এসব ঘটনা ঘটছে। ফলে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই এসব ঘটনা বাড়ছে। প্রশাসনের কঠোর হস্তে এগুলো দমন করা উচিত।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। ইতিমধ্যে পুলিশ এটি নিয়ে কাজ করছে। দ্রুতই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.