
ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের দানাদার রুপা জব্দ করেছে। এ সময় সন্দেহভাজন চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে রূপা উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামুড়হুদা সীমান্ত দিয়ে রূপা চোরাচালানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেই সময় মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন এক সন্দেহভাজনকে থামানোর সিগন্যাল দেয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি ধাওয়া করলে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পাটক্ষেতে দৌড়ে পালিয়ে যায়।
মোটরসাইকেল তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের দানাদার রুপা, যার বাজার মূল্য প্রায় ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত রুপা বর্তমানে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.