দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নুরজাহান রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
নুরজাহান রহমান ফাউন্ডেশন-এ প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মো. জুলফিকার আলী ভুট্টো ও শিক্ষানুরাগী দেওয়ান সাইদুল ইসলাম পলাশ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য দরিপাড়া মডের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম নান্নু মাষ্টার জানান, আজ (শনিবার) ৪৩৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হলো।
তিনি আরও জানান, এ পর্যন্ত দুই ধাপে মোট ৬৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ বলেন, এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের এমন সাফল্যে আমরা গর্বিত। এরাই আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে উৎসবমুখর।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.