Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরের বেনাপোলে পিস্তলসহ ব্যবসায়ী আটক

ডিপি ডেস্ক :

যশোরের বেনাপোলে আক্তারুল ইসলাম (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আক্তারুল পুটখালী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আক্তারুল অস্ত্র বিক্রি করার গোপন খবর পায় বিজিবি।পরে সেখানে অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনে মামলা করে আক্তারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version