ডিপি ডেস্ক :
গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার ৭ আসামির প্রত্যেককে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পর প্রিজন ভ্যানে করে ৭ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে নিতে নির্দেশ দেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, আদালত ৭ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে গাজীপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ৭ জনকে গ্রেফতার করে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.