
ডিপি ডেস্ক :
জয়পুরহাটের কালাইয়ে সাংসারিক কলহের জেরে বটির কোপে ব্যাংক কর্মকর্তা স্বামীকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমান (৩৫) ওই গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে এবং একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার। অভিযুক্ত স্ত্রী জেলার বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। সম্প্রতি শিক্ষিকা স্ত্রী শহরে একটি বাসা এবং সন্তানের নামে ১০ লাখ টাকা ব্যাংকে জমা রাখার দাবি করেন। এ নিয়ে রোববার সকালে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্ত্রী বটি দিয়ে স্বামীর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মতিয়র রহমানকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, স্বামীর সঙ্গে কর্মস্থলের এক নারী সহকর্মীর অনৈতিক সম্পর্ক রয়েছে এবং স্বামী নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে দোষ চাপাচ্ছেন তার ওপর।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.