
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকার সাংবাদিক ফিরোজ আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে হামলার শিকার হোন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আজ সোমবার ফজরের নামাজ পড়ার জন্য ফিরোজ আহমেদ বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মিলন সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ফিরোজ আহমেদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক ফিরোজ আহমেদ মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়াও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন।
হামলার ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.