Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

ডিপি ডেস্ক :

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম সোহাগ হোসেন (২৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই করে ট্রাকযোগে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিলেন সোহাগ। এ সময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সোহাগ।

 

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন। তিনি মূলত হেলপার। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাক চালাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Exit mobile version