ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম (৫৮) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রশিদা বেগম দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এসময় রশিদা বেগমকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মফিজুল ইসলাম দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৭ সালের জানুয়ারিতে দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
৮ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.