Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাজায় ইসরায়েলি হামলায় ১২৩ জন ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক :

 

গাজায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

 

বুধবার (১৩ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৩৯৯ জন আহত ফিলিস্তিনিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১৮৫ জনেরও বেশি আহত হয়েছে। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৮৫৯ জনে দাঁড়িয়েছে এবং ১৩ হাজার ৫৯৪ মানুষ আহত হয়েছেন। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন বহু ফিলিস্তিনি। 

 

মূলত, গত ২৭ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলো অনাহার ও অপুষ্টিতে ৩ শিশুসহ ৮ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের । এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ক্ষুধাজনিত কারণে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৩৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৬ জনেই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭২২ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে। সূত্র: আলজাজিরা,আনাদোলু

Exit mobile version