Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারো মাইল এলাকায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা (রেস) করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২১) ও মথুরাপুরের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২২)।
পুলিশ জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে বারো মাইল পর্যন্ত মহাসড়কে ১০টি মোটরসাইকেল নিয়ে নিহতের ২০ বন্ধু মোটরসাইকেল রেস করছিলেন।

এ সময় দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারো মাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সে সময় তাদের মোটরসাইকেলটির ভাঙা অংশ সড়কের আধা কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version