Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের,আক্রান্ত আরো ৪৬৬

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৬ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১০৫ জনের মৃত্যু হলো।

সর্বশেষ মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ করপোরেশনের বাসিন্দা।
রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Exit mobile version