Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুমারখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ৪

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামের এক ভ্যানচালক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

আজ সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধের এক কিলোমিটার দূরে ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত হৃদয় হোসেন কুমারখালী পৌর এলাকার এলঙ্গীপাড়ার ৩ নং ওয়ার্ডের ইউনুস আলীর ছেলে।

এ বিষয়ে ‎এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দিলে পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর এএসআই এখলাস, এসআই সোহাগ শিকদার, এএসআই কার্তিক ও এএসআই মনির নির্ভরযোগ্য সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাটিকামারা গ্রামের রাকিব, জীবন, জিহাদ ও মাহফুজ নামের চার জনকে আটক করেন।এ ঘটনায় রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু কাঁঠালডাঙ্গী গ্রামের সানির বাড়ি থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ‎‎কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিরুল ইসলাম জানান, গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে হাসিমপুর চরের ফসলি মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার জনকে আটক ও ভ্যান উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version