
অনলাইন ডেস্ক :
আজ বুধবার আখেরি চাহার শোম্বা। মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস। ফারসি আখেরি চাহার শোম্বা অর্থ শেষ বুধবার। প্রতিবছর হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস হিসেবে উদযাপিত হয়।
নবুয়তের ২৩তম বছর তথা ১১ হিজরির শুরু থেকে মহানবী (সা.) শারীরিক অসুস্থতা অনুভব করতে থাকেন। ক্রমেই তাঁর অসুস্থতা বাড়তে থাকে। এমনকি তিনি নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না।
আরবি সফর মাসের ২৮ তারিখ বুধবার তিনি কিছুটা সুস্থ বোধ করেন।
এই দিনে তিনি শেষবারের মতো গোসল করে নামাজের ইমামতি করেন। সুস্থতা লাভের পর তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। নবীজি (সা.)-এর সুস্থতার সংবাদ শুনে সাহাবিরা নগদ অর্থ ও পশু দান করেন এবং দাস মুক্ত করেন। তাঁদের অনুসরণে মুসলমানরা এই দিনে ভালো কাজের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে থাকে।
মুসলমানরা এই দিনে ইবাদত-বন্দেগি, দান, সদকা ইত্যাদি নেক আমল করে থাকে। তবে ইসলামী শরিয়তে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই।
আখেরি চাহার শোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.