
অনলাইন ডেস্ক :
গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইতোমধ্যে ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু শিশুই অন্তত ১৮ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আল জাজিরার।এই ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতির মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) মঙ্গলবার জানায়, গাজার কোনো স্থানই শিশুদের জন্য নিরাপদ নয়।
ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক ক্ষুধা ও অনাহারে ভুগছে জনগণ।
জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে বর্তমানে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু ক্রমাগত ইসরায়েলি বোমা হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় এসব স্কুল, আশ্রয়স্থল হয়েও রূপ নিয়েছে মৃত্যুপুরীতে—যেখানে অসংখ্য শিশুও নিহত হচ্ছে।
ইউএনআরডব্লিউএ বলেছে, গাজায় শিশুদের জন্য কোথাও নিরাপদ স্থান নেই।এখনই যুদ্ধবিরতি দরকার।
সংস্থাটি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য উদ্ধৃত করে জানায়, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করার পর থেকে গত পাঁচ মাসে গড়ে প্রতি মাসে ৫৪০-রও বেশি শিশু নিহত হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.