Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :

যশোরে ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ছয়শ’ গ্রাম ওজনের ওই স্বর্ণেরবারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

আটক যুবক কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে।  পাচারের জন্য এসব স্বর্ণ আনা হয় বলে তিনি স্বীকার করেছেন।

আটককালে তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

বিজিবির যশোর ৪৯ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি এলাকা থেকে রুবেল নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তার নিকট স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল সে।
জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। সোনা ট্রেজারিতে ও আটককে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার আরও দুটি সোনার চালান আটক হয় যশোরে।

Exit mobile version