
ডিপি ডেস্ক :
পটুয়াখালীর গলাচিপায় অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। শনিবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় সুতা ব্যবসায়ী শ্যামল পোদ্দারের (৫৫) বাসায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শুক্রবার রাতের খাবার খেয়ে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় ঘরে খোঁজাখুঁজি করে কিছু না দেখতে পেয়ে আবার ঘুমিয়ে যায়। পরে রাত ৪টার দিকে প্রথমে বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে দরজার খিল খুলে প্রবেশ করে ডাকাতদল।পরে মূল দরজার চৌকাঠ কেটে ও রুমের দরজার ছিটকানি ভেঙে ঘরে ঢুকে তারা। এ সময় দেশীয় অস্ত্রধারী ৩-৪ জনের ডাকাতদল মুখে গামছা বাঁধা অবস্থায় ঘরে প্রবেশ করে। তারা শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ লুট করে নেয়। এর মধ্যে ছিল তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল, যার পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.