
ডিপি ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার নামে ভিক্ষুকবেশী চোরকে চোরাই মালামাল, টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তসলিমার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার তসলিমা আক্তার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন।
এ বিষয়ে থানা পুলিশ সূত্র জানায়, ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামে একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি ভিখারীর বেশে তাদের কাছে ভিক্ষা চান।
ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা এক নারীকে উসকানিমূলক কথা বলে খেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা নারীর বাকবিতণ্ডা হয়।ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে তসলিমা তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ভরি ওজনের সোনা (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর গতকাল ওই প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ আসামি শনাক্ত করে তসলিমা আক্তারকে গ্রেপ্তার করে।এ সময় তার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে প্রাবাসীর স্ত্রীর একজোড়া কানের দুল এবং একটি আংটি রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তসলিমা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.