Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু 

ডিপি ডেস্ক :

গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া এলাকায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে।এতে ভীত হয়ে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে সে আহত হয়।পরে আত্মীয়স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version