মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে ১৫ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , সরকার প্রতিবন্ধীদের সকল সহায়ত দিচ্ছে। তাদের ভাতা থেকে শুরু করে ফিজিওথ্যারাপি প্রদান করছে। কোন মানুষকে অসহায় দেখতে চায় না সরকার। বিভিন্ন ভাবে দুস্থ অসহায মানুষ. বিধবা ভাতা , বয়স্ক ভাতা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তাসহ নানা সহায়তা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আরেকটু সহজতর করার প্রচেষ্টা চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জামসেদ আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
উপজেলা সমাজ সেবা অফিসার জামসেদ আলী জানান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১৩ টি হুইল চেয়ার এবং ০২ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.