Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ময়মনসিংহে মন্দিরের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি

ডিপি ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁওয়ে মন্দিরে রক্ষিত দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের পণ্ডিতপাড়াসংলগ্ন সাহাবাড়ির পুকুরপাড়ে অবস্থিত শ্রী শ্রী শিব মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার মন্দিরের সাধারণ সম্পাদক অনিক সাহা চৌধুরী গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, শ্রী শ্রী শিব মন্দিরে বিভিন্ন পূজায় অনেক ভক্ত ও অনুরাগীর আগমন ঘটে।যাওয়ার সময় তারা মন্দিরের উন্নয়ন ও পূজার জন্য সাধ্য অনুযায়ী সাহায্য দিয়ে যান। এতে ২০ থেকে ২৫ হাজার টাকা জমা হয়। বছরে এক-দুইবার বাক্স খুলে যে টাকা হয়, তা কমিটির লোকজন মন্দিরের উন্নয়ন ও পূজায় খরচ করেন।মন্দিরের সভাপতি মৃদুল সাহা চৌধুরী বলেন, দান বাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ছিল।গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার মধ্যে দুর্বৃত্তরা রডের গ্রিল বাঁকিয়ে ভেতরে ঢুকে বাক্সের তালা ভেঙে টাকাগুলো নিয়ে যায়। সকালে মন্দিরে গিয়ে চুরির ঘটনা জানতে পারি।

ময়মনসিংহ গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version