ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ আগস্ট) বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীনস্থ শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে।
আটকরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। আটকদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, আটকদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

