অনলাইন ডেস্ক :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলি মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বরকত উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলি বলেন, বরকত আলি সকালে কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে বরকত আলি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.