Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (১লা সেপ্টেম্বর) সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা বিএনপি’র উদ্দ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী  র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কুষ্টিয়া পৌরসভায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে কুষ্টিয়া ৩ সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন,কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version