Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

ডিপি ডেস্ক :

খুলনায় স্বামীর ধারালো দায়ের কোপে পারভিন বেগম (৩৮) নামে গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার রূপসা উপজেলার যুগীহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভিন বেগমের অভিযুক্ত স্বামীর নাম পলাশ শেখ। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পারিবারিক কলহের জেরে পলাশ ও তার স্ত্রী পারভিনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে পলাশ উত্তেজিত হয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ৩টার দিকে তার মৃত্যু ঘটে। 

রূপসা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার পর পরই স্বামী পলাতক রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version