ডিপি ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সামাজিক রাজনৈতিক ও সামজিক সংগঠন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের হেডকোয়ার্টারে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় জানানো হয়, আরএমপির ১২টি থানায় এবার মোট ১০৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
যেকোনো প্রকার গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এই সভায়।
এ সময় আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্থায়ী ফোর্স এবং মোবাইল ফোর্সসহ সাইবার টিম, সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে। মাঠ পর্যায়ে কাজ করবে সেনাবাহিনী, র্যাব, আনসার এবং ফায়ার সার্ভেসের সদস্যরা।কোনো দুষ্কৃতকারী যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে এ জন্য সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।সভায় প্রতিটি মণ্ডপে সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরীসহ স্বেচ্ছাসেবী নিয়োগের পরামর্শ দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে। সভায় সব রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সহায়তার আশ্বাস প্রদান করেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.