Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-পুরুষ সহ ৫ জন আটক

ডিপি ডেস্ক :

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন যশোরের চৌগাছা গ্রামের আছাদুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (৩২), বাগেরহাটের রামদিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), মুন্সীগঞ্জের মিরকাদিম গ্রামের আবদুল খালেকের ছেলে মো. কামরুল হাসান (৩৫), ঢাকার দোহার গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী মোছা. তাসলিমা খাতুন (২৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছা. সাবিনা খাতুন (২৯)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ২ জন পুরুষ এবং ৩ জন নারীকে আটক করা হয়।বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।শার্শা থানার ওসি আলমগীর হোসেন জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version