Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন

ডিপি ডেস্ক :

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান কবীর (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার বাদুড়িয়া মোড় নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় নিহতের স্ত্রী সুমি খাতুন ও শিশু ছেলে রোহান হাসান আহত হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার এসআই মোখলেছুর রহমান।নিহত পৌরসভার সাবদিয়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

এ বিষয়ে এলাকাবাসী জানায়, শাহজাহান কবীর তার স্ত্রী সুমি খাতুন ও শিশু ছেলে রোহান হাসানকে নিয়ে মোটরসাইকেলযোগে শনিবার রাতে কেশবপুর থেকে চুকনগরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাদুড়িয়া এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাহজাহান।

তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

কেশবপুর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, কেশবপুর থানায় এ ঘটনায় মোটরযান আইনে মামলা করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Exit mobile version