Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারত থেকে দেশে ফেরার পথে সাবেক এমপির ছেলে গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

ভারত থেকে দেশে ফেরার পথে দীপ্ত মণ্ডল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই দাকোপ থানা-পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার দীপ্ত মণ্ডল খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ননী গোপাল মণ্ডলের ছেলে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দীপ্ত মণ্ডল ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৬ নভেম্বর এই থানায় হওয়া নাশকতা মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাঁকে আজ রবিবার খুলনার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

Exit mobile version