নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে বলে জানা গেছে। এসময় মন্দিরে থাকা কার্তিক ও স্বরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃনৃদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এই সুযোগে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। মন্দিরটি টিনশেডে ঘেরা। রাতে প্রতিনিয়ত মন্দির পাহারা দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই, প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা, সোমবার থেকে রং করার কথা ছিল। রোববারই মাটির কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তথ্য নিয়েছি। এই ঘটনায় দায়ীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, পুলিশের পাশাপাশি র্যাবও ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.